সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে ‘সন্ত্রাস বন্ধের’ শর্ত ভারতের

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ পাকিস্তানকে আখ্যা দিয়েছেন ‘সন্ত্রাসের বৈশ্বিক কেন্দ্র’ হিসেবে। তিনি বলেন, যতদিন পাকিস্তান সীমান্তপারে সন্ত্রাসে সমর্থন দেওয়া বন্ধ না করবে, ততদিন ৬৫ বছরের পুরনো এই চুক্তি স্থগিত থাকবে।

শনিবার (২৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে পাকিস্তানের পক্ষ থেকে যখন বলা হয়, পানি জীবনের প্রতীক, যুদ্ধের হাতিয়ার নয়— তখন ভারতের প্রতিনিধি পাল্টা জানান, পাকিস্তান বহুবার এই চুক্তির আত্মা লঙ্ঘন করেছে।

পারভতনেনি হরিশ আরও জানান, ১৯৬০ সালে চুক্তিটি মৈত্রীর ভিত্তিতে স্বাক্ষরিত হলেও পাকিস্তান পরবর্তীতে ভারতকে তিনবার যুদ্ধে জড়িয়েছে এবং হাজারো সন্ত্রাসী হামলায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

ভারতের অবস্থান
ভারতীয় প্রতিনিধির দাবি, গত চার দশকে প্রায় ২০ হাজার নাগরিক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন, যার দায় পাকিস্তান এড়াতে পারে না। তবুও ভারত ধৈর্য ধরেছে। জলবায়ু পরিবর্তন, নিরাপদ জ্বালানির চাহিদা, নিরাপত্তা হুমকি ও প্রযুক্তিগত উন্নতির কারণে কিছু বাঁধ সংস্কার প্রয়োজন, কিন্তু পাকিস্তান তাতে বাধা দিয়েছে।

আলোচনার অভাব
দিল্লির অভিযোগ, চুক্তির কিছু ধারা সংশোধন ও আধুনিকীকরণের লক্ষ্যে ভারত বারবার আলোচনায় বসতে চাইলেও, পাকিস্তান তাতে কোনো আগ্রহ দেখায়নি। ভারত জানায়, পাকিস্তান যখন সন্ত্রাসে সমর্থন বন্ধ করবে, তখনই চুক্তিটি কার্যকর হতে পারে।

হরিশ বলেন, পাকিস্তান বিশ্বে সহানুভূতি পেতে চুক্তির বিষয়টি ব্যবহার করছে, অথচ বাস্তবতায় তারাই সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক। এই সত্য মেনে না নিলে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *