সিলেটে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা

সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে ভোট চেয়ে আলোচনায় আসেন আওয়ামী লীগ নেতা কালা মিয়া; ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বেকিমোড়া পাড় এলাকায় গত বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এক বৈঠকে জামায়াতের এমপি প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে ভোট চেয়েছেন কালা মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। এ সময় ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কালা মিয়া উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। ভিডিওতে দেখা যায়, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি প্রার্থী জয়নাল আবেদীনের পাশে বসে আছেন তিনি। বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার যদি আবার আসতে চায় তাহলে ১০ থেকে ১৫ বছরের আগে সম্ভব না। আমাদের চেয়ারম্যান সাহেব (জয়নাল আবেদীন) এবার এমপি পদপ্রার্থী হয়েছেন। যদি পাস করেন, এলাকার মানুষের মূল্যায়ন হবে। আর যদি নাও পারেন, তবু এমপি প্রার্থী হিসেবে মূল্যায়ন পাবেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের সেন্টারে জামায়াত ফিফটি ভোট পাক, আর বিএনপি ফিফটি পাক। তারা আগে পায়নি, এবার যেন পায়। ফিফটি ফিফটি করেই হোক।” এছাড়া বক্তব্যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে সংশয় প্রকাশ করে বলেন, “এরা কতটা সিট পাবে, তা নিজেরাও জানে না।”

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা কালা মিয়া বলেন, “আমি তো ভোট চাইছি না, আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছিলেন তাই বললাম। আমরা তো নির্যাতিত, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, আমাদের ওপর নির্যাতন হচ্ছে। জয়নাল ভাইকে বলেছি আপনি যদি বিচার করতে পারেন তবে জামায়াতকে ভোট দেব।”

তিনি আরও বলেন, “আমার জামায়াতে ইসলামতে যোগদান করার ইচ্ছা আছে।” কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমান বলেন, “সেদিন আমার ছোট ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যাই। সেখানে আরও মানুষ ছিল। এ সময় কালা মিয়া জামায়াতের পক্ষে ভোট চান, কে বা কারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কালা মিয়া জামায়াতে যোগ দেননি।”

এ বিষয়ে জানতে ফোন করলেও জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন ফোন রিসিভ করেননি।

অন্য পত্রিকার হেডলাইন:

প্রথম আলো: বিএনপি ও জামায়াত ‘ফিফটি, ফিফটি’ ভোট চান আওয়ামী লীগের নেতা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: সিলেটে আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল, চান বিএনপি ও জামায়াত ‘ফিফটি ফিফটি’ ভোট

ইনকিলাব: সিলেট ৪ আসনে জামাতের পক্ষে ভোট চাইলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *