সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী বলে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ

এক নারী প্রবাসীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ তুলে সিলেটের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় কর্মীরাই অপহরণ করে মারধর ও মাথা ন্যাড়া করে দেন বলে অভিযোগ উঠেছে। ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

সিলেট স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে মারধর ও মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের পরিচয় জানা গেছে—তারা সবাই স্বেচ্ছাসেবক ও যুবদলের কর্মী। এ ঘটনায় ইতিমধ্যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

আহত ব্যক্তির নাম এমদাদুল ইসলাম। তিনি সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলামকে জোর করে তুলে নিয়ে যান। এরপর তাকে দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে বেধড়ক মারধর করেন। মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে এমদাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার বিরোধ হয়েছিল। সেই পুরনো দ্বন্দ্বের জের ধরেই বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন যুবক তাকে অপহরণ করেন। এদের সবাই যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। তাকে মারধরের পাশাপাশি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তার মাথা ন্যাড়া করে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, এই ঘটনার বিষয়ে তিনি স্বেচ্ছাসেবক দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের কাছে বিচার চেয়েছেন।

অন্যান্য পত্রিকার হেডলাইন:

যুগান্তর: মাথা ন্যাড়া করে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর অভিযোগ

প্রথম আলো: “সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর, মাথা ন্যাড়া”

সিলেটে ছিনতাইকারী আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর – Sylhet Today 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *