সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

রংপুরে গোপন তথ্যের ভিত্তিতে চালানো সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের রংপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শরিফুল ইসলাম সোহাগ (২৭) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তিনি কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে লালবাগ কেসিডি রোড-সংলগ্ন খেড়বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ত্রিশ বেঙ্গল ইউনিট। অভিযানের নেতৃত্ব দেন ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটের ক্যাপ্টেন তামিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটকের পর সোহাগের বাসায় তল্লাশি চালিয়ে চারটি রামদা, দুটি খেলনা পিস্তল, একটি চেইন স্টিক, একটি চায়না ছুরি, চারটি রড স্টিক এবং একটি মাঝারি আকারের চাকু উদ্ধার করা হয়।

সোহাগের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগী দুখুর বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে সোহাগকে তাজহাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ক্যাপ্টেন তামিম আরও বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যারা চাঁদাবাজি, ছিনতাই বা অপহরণের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইনঃ
– যুগান্তর: “রংপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক”
– বাংলাদেশ প্রতিদিন: “সেনা অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার”
– বিডিনিউজ২৪: “সেনাবাহিনীর হাতে আটক কলেজছাত্র সোহাগ”
– ইনকিলাব: “চাঁদাবাজি-ছিনতাইয়ের অভিযোগে অভিযান, গ্রেফতার ১”
– দেশ রূপান্তর: “অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *