
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের এক অঞ্চলে সেনাবাহিনীর গোপন অভিযানে একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে পুরুলিয়া নামের এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্যা নামের একজন ব্যক্তি অবৈধভাবে একটি স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর ভয়ভীতি দেখাচ্ছিলেন এমন তথ্য পায় সেনাবাহিনী।
এরই প্রেক্ষিতে গতকাল রাতে সেনা সদস্যরা সোহানের বাড়িতে হানা দেয়। অভিযানের সময় সোহানের বিছানার নিচ থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করা হয়, যার ক্যালিবার ৪ দশমিক ৫। তবে অভিযানের সময় সোহান বাড়িতে অনুপস্থিত থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিকেল ৩টার দিকে গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আদালতের অনুমতি সাপেক্ষে রাইফেলটি পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।