
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সভায় সিদ্ধান্ত হয়েছে, মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীরা আর কোনোভাবেই স্কুল-কলেজ প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং বিষয়টি লিখিতভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে।
নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, তথ্যপ্রযুক্তি এবং যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ গ্রহণ বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাতেই সিদ্ধান্ত হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
সভা সূত্রে জানা যায়, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের পর উপস্থিত সবাই এ বিষয়ে তাদের মতামত দেন এবং শেষ পর্যন্ত একমত হয়ে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, সম্প্রতি পাশের মহেশপুর উপজেলায় একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া অল্প কিছুদিন আগে জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর কার্যকর বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার রেজল্যুশন লিখিতভাবে সব স্কুল ও কলেজে পাঠানো হবে, যাতে শিক্ষার্থীদের মাঝে এ নিয়ম কঠোরভাবে কার্যকর হয়।