স্ত্রীকে হত্যা করে পালানো স্বামী অবশেষে গ্রেপ্তার

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ঈদের দিন স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করে পালিয়ে যাওয়া হাসিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে শেষমেশ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে পাটগ্রাম উপজেলায়।

সোমবার, ৯ জুন বিকেল ৫টার দিকে লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় একটি অস্থায়ী সেনা চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার পরিচয় নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার ৭ জুন, ঈদুল আজহার দিন কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। সেই সময় হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী এ্যামি বেগমকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। নিহত এ্যামি বেগম স্থানীয় ইসরাক হোসেনের কন্যা।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, হত্যার পরপরই সন্দেহ ছিল আসামি সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে। এ কারণে বিজিবি ও সেনাবাহিনীকে সতর্ক করা হয় এবং বিভিন্ন চেকপোস্ট বসানো হয়। সেনাবাহিনীর সদস্যরা সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করলে পুলিশ গিয়ে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বিত পদক্ষেপে খুব অল্প সময়ের মধ্যেই হত্যাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত যথাযথভাবে পরিচালনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *