
বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়ায় মেয়ের বিয়ের অনীকারে রিকশাচালক মো. শাকিলকে তুলে নিয়ে নির্মম হামলা চালানো হয়, পুলিশ আটক করেছে জিতু ইসলাম ও দুই সহযোগীকে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বগুড়ায় মেয়ের সঙ্গে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোর কারণে মো. শাকিল নামে এক রিকশাচালককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ ওঠেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামের বিরুদ্ধে। শনিবার (১৪ জুন) বিকেলে শহরের ফুলবাড়ী মধ্যপাড়া করতোয়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাকিল শহরের শিববাট্টি এলাকার মৃত হানিফের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ অভিযুক্ত জিতু ইসলামসহ দুজনকে আটক করেছে। আটক জিতু বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
নিহত শাকিলের মামা সিফাত হোসেন বলেন, “আমার ভাগ্নে শাকিলের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো জিতু ও তার সহযোগীরা। এক পর্যায়ে জিতু বিয়ের প্রস্তাবও দেয়। এতে শাকিল শনিবার সকালে গিয়ে প্রতিবাদ জানান এবং জিতুকে একটা থাপ্পড়ও দেন। পরে সকালেই জিতু ও তার সহযোগীরা শাকিলকে বেধরক মারধর করেন। তখন শাকিল পালিয়ে বাড়িতে অবস্থান করেন। এরপর বেলা সাড়ে ৩টার দিকে জিতু ৬–৭ মোটরসাইকেল নিয়ে আমার ভাগ্নে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যান।”
তিনি আরও বলেন, “ঘটনার এক ঘণ্টা পর জানতে পারি ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় নদীর ধারে শাকিল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, “জিতু জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক। জিতুর অপরাধের দায় সংগঠন নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “শাকিল হত্যার ঘটনায় জিতুসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশ কাজ করছে।”
📰 অন্য পত্রিকায় প্রকাশিত হেডলাইনসমূহ
- প্রথম আলো: মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগে মামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার
- ইত্তেফাক: মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩
- জাগোনিউজ২৪: বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
- বিডি প্রতিদিন: মেয়ে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে মারলেন স্বেচ্ছাসেবক দল নেতা