
ডিএমপির নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে আজ দুপুরে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
রোববার, ১৫ জুন ২০২৫ তারিখে, জাতীয় প্রেস ক্লাব এলাকায় দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ঘটনাটি শুরু হয়। আন্দোলনকারীদের থামাতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে থেকেই অবস্থান চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এলাকা ও আশপাশে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ৮ জুন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ৯ জুন ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডসহ ওই এলাকায় জনসমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অর্ডিন্যান্স নং III/৭৬ এর ২৯ ধারা অনুসারে জারি করা হয়েছে।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– যুগান্তর: “সচিবালয়ের সামনে এনটিআরসিএ প্রার্থীদের বিক্ষোভে পুলিশের গ্রেনেড নিক্ষেপ”
– সমকাল: “জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কি”
– বাংলাদেশ প্রতিদিন: “ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে সচিবালয়ে মিছিল, পুলিশ লাঠিচার্জ”
– বাংলা ট্রিবিউন: “সচিবালয় অভিমুখে মিছিল, গ্রেনেড ছুড়ল পুলিশ”
– The Daily Star: “Tension erupts near Secretariat as police hurl sound grenades at NTRCA protesters”