
ফতুল্লার লালখাঁ এলাকায় এই হত্যাকাণ্ডের প্লট ও দায়ীদের খোঁজে শুরু হয়েছে পুলিশের তদন্ত।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নারায়ণগঞ্জ, ফতুল্লায় রাস্তার ধারের ড্রেন এলাকা থেকে পুলিশের হাতে এক যুবকের হাত ও পা বাঁধা অবস্থায় বস্তায় ভরা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পূর্ব শিয়াচর‑লালখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জনি সরকার। তিনি গার্মেন্টস শ্রমিক ছিলেন এবং সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুণা সরকারের ছেলে।
জনির বাবা করুণা সরকার জানান, গত সোমবার রাত ৯টায় তিনি বাসা থেকে বের হন; এরপর আর ফেরেননি। মঙ্গলবার সকালে খবর পেয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করেন তিনি। বাবার কথায়, জনি মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশতেন বলে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার তদন্ত পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি মাদক বিরোধী সংঘর্ষের ফল। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
অন্যান্য পত্রিকার প্রকৃত হেডলাইন
Dhaka Post: “নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার”
Ajker Patrika: “ফতুল্লায় নালা থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার”