১টা মার্ডার করেছি, আরও ১০০টা করব’: আসামির ভয়ঙ্কর হুমকি

একজন আইনজীবীর পরিবারের বিরুদ্ধে খুনসহ একাধিক হামলার হুমকি দিয়ে ভিডিও বার্তা ছড়াল গাইবান্ধার কাঞ্চন। এই ঘটনায় বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’
এই কথাগুলো বলেন গাইবান্ধা জেলার আলোচিত রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। একটি ভিডিওতে তাকে এমন হুমকি দিতে শোনা যায়। ভিডিওটি বুধবার (২ জুলাই) রাতে ‘শাওন জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কাঞ্চন, যিনি শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে, ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এক আইনজীবী সেখানে মন্তব্য করেন, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের হাতে তার পরিবার একাধিকবার হুমকি ও হামলার শিকার হয়েছেন।

৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় কাঞ্চন প্রকাশ্যে বলেন, তিনি ইতিমধ্যেই একটি খুন করেছেন এবং প্রয়োজনে আরও শতাধিক খুন করবেন।

আইনজীবী আরও জানান, পূর্বপাড়ায় তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রকাশ্যেই হত্যার হুমকি দেয়া হয় এবং কাঞ্চন এই হুমকির পেছনে রয়েছেন। তার ভাষ্যমতে কাঞ্চন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এর আগেও অস্ত্র নিয়ে তাদের বাসায় একাধিকবার হামলা চালিয়েছেন। পুলিশকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, সর্বশেষ বুধবার রাতে দায়ের করা একটি সাধারণ ডায়েরিও থানায় শুধু অভিযোগ হিসেবে রেকর্ড করা হয়েছে।

আইনজীবী তার পোস্টে প্রশ্ন তোলেন, ‘এটাই কি সেই নতুন বাংলাদেশ, যেখানে একজন হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারকে প্রকাশ্যে হুমকি দিতে পারে আর প্রশাসন নিশ্চুপ থাকে?’ তিনি একই সঙ্গে দেশের জনগণের কাছে পরিবারের নিরাপত্তার জন্য আহ্বান জানান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ঘটনার পরই প্রাচীর ভাঙা ও হুমকির অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা বলেন, তিনি এখনো ভিডিওটি দেখেননি। তদন্ত করে দেখা হবে এবং যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান্য পত্রিকার শিরোনাম:

  1. প্রথম আলো: ‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’: রকি হত্যা মামলার আসামির হুমকি

‘একটা মার্ডার করেছি আরও ১০০টা মার্ডার করব’ – Dhaka Post

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’: আসামির হুমকি – Barta Bazar

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’, হত্যা মামলার আসামির হুমকি – কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *