১০ মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজের ব্যক্তিগত খরচ বাঁচিয়ে মেয়ের জন্য দুবাইতে প্রাসাদ কিনেছেন

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

মাত্র ১০ মাস দায়িত্ব পালন করেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিজের ব্যক্তিগত খরচ সাশ্রয় করে দুবাইতে মেয়ের জন্য একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছেন—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

একটি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন, আহসান এইচ মনসুর তার ‘পকেট খরচ’ থেকে অল্প কিছু টাকা সঞ্চয় করে মেয়ের জন্য রাজকীয় ধাঁচের একটি প্রাসাদ কিনেছেন দুবাইতে। তিনি মেয়ের কয়েকটি ছবি প্রকাশ করে লেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই অল্প সময়ের মধ্যেই ব্যক্তিগত খরচের টাকা জমিয়ে এমন সম্পদ অর্জন করেছেন।

এছাড়াও ইলিয়াস হোসেন গভর্নর আহসান এইচ মনসুরকে ‘ভণ্ড’ বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে এখনও তিনি আওয়ামী লীগ ও ভারতপন্থী এজেন্টদের সক্রিয়ভাবে রেখে চলেছেন। রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্তদের কেউই এখনও শাস্তি পাননি বা তাদের পদ থেকে সরানো হয়নি বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, এসব অভিযুক্তদের পদে রাখার বিনিময়ে যে অর্থ আহসান এইচ মনসুর গ্রহণ করেছেন, সেটিই পরবর্তীতে ‘পকেট খরচ’ হিসেবে পরিচিত হয়েছে।

স্ট্যাটাসের আরও এক অংশে বলা হয়, গভর্নর নিয়মিত বিদেশ সফরে গিয়ে ওই পকেট খরচের অর্থ বিদেশেই রেখে আসেন। ইলিয়াস হোসেন ব্যঙ্গ করে মন্তব্য করেন—”বাবা কামায়, মেয়েরা জমায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *