
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশ: ভারতের আহমেদাবাদে একটি লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে আহমেদাবাদের মেঘানিনগর আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদন অনুসারে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই ১৭১ আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে আকাশে উড্ডয়নের কিছু সময় পরেই বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের এই বিমানটি বিধ্বস্ত হয়।
তবে এখনও পর্যন্ত নিহত বা আহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। স্থানীয় প্রশাসনের মতে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার তৎপরতা দ্রুত শুরু হয়েছে। গান্ধীনগর থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) তিনটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। প্রত্যেক দলে ৩০ জন করে সদস্য রয়েছে। ভাদোদরা থেকেও আরও তিনটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পথে।
এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন।
– টাইমস অফ ইন্ডিয়া: “Air India flight with 242 on board crashes near Ahmedabad”
– ইন্ডিয়া টুডে: “Massive air crash in Gujarat, rescue ops underway”
– হিন্দুস্তান টাইমস: “London-bound Air India plane crashes shortly after takeoff”
– এনডিটিভি: “Air India AI171 crashes after takeoff from Ahmedabad”
– ইন্ডিয়ান এক্সপ্রেস: “Air India aircraft crashes with 242 passengers on board”
– দ্য হিন্দু: “Plane crash in Ahmedabad, many feared dead”
– ডেকান হেরাল্ড: “Boeing 787 crashes near Ahmedabad minutes after takeoff”
– মিরর নাউ: “Gujarat air tragedy: 242 feared dead or injured”
– এবিপি নিউজ: “Air India flight crashes near Meghaninagar”
– জি নিউজ: “Emergency declared after Air India flight crash in Gujarat”