
বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় মানি এক্সচেঞ্জার এসোসিয়েশন ছয় প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা ছিনতাই হয়েছে বলেছে এবং নিরাপত্তা দাবি করেছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানি চেঞ্জার এসোসিয়েশন অব বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গত কয়েক মাসে ঢাকার ৬টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয়জন গ্রেপ্তার হলেও, পাঁচ কোটি টাকা এখনও ফেরত পায়নি প্রতিষ্ঠানগুলো। এর ফলে তারা নানা হুমকির মুখে পড়ছে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, দেশে অনেক অবৈধ ও লাইসেন্সবিহীন মানি চেঞ্জার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারা অবৈধভাবে কারবার চালাচ্ছে, অথচ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত চিঠি দিলেও এসব প্রতিষ্ঠান বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।
অন্য পত্রিকার হেডলাইন
News24BD: “ছিনতাই‑ডাকাতির আতঙ্কে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্বেগ”
Prothom Alo: “মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি”