তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীরা বৃহস্পতিবার ২৮ আগস্ট দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে তবে শাহবাগ অবরোধ থেকে সরে এসে জনদুর্ভোগ এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট

তিন দফা দাবিকে কেন্দ্র করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির আওতায় সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে জনদুর্ভোগ কমানোর স্বার্থে তারা শাহবাগে অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু সংবাদমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। তিনি বলেন, আমাদের তিন দফার কোনোটিই বাস্তবায়ন করা হয়নি, অথচ নীতিনির্ধারকরা এ বিষয়ে উদাসীন রয়েছেন। তিনি আরও জানান, চার উপদেষ্টা ও প্রকৌশলীদের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত একজন প্রতিনিধি যুক্ত করা হবে।

আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়া হয় এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। পরে সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন।

শিক্ষার্থীরা যে তিনটি দাবি উত্থাপন করেছেন সেগুলো হলো— ডিপ্লোমা প্রকৌশলীরা যেন নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না পারেন, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা হয় এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *