মাত্র ১৫ দিনের জন্য মেয়র হচ্ছেন ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট | নিউ ঢাকা টাইমস |

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শপথ নেওয়ার পরও তিনি মেয়র পদে থাকতে পারবেন মাত্র ১৫ দিন—এই নিয়ে তৈরি হয়েছে আইনগত অনিশ্চয়তা।

২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ইশরাক আদালতে মামলা করেছিলেন। চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে রায় দেন। তবে নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে ১৫ মে, ফলে দায়িত্ব নেওয়ার পরও সময় পাচ্ছেন কেবল ১৫ দিন।

আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি হঠাৎ গেজেট প্রকাশ করে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। কেউ কেউ বলছেন রাজনৈতিক চাপের কারণে এমন সিদ্ধান্ত হয়েছে। তবে ইসির সিনিয়র সচিব দাবি করেছেন, সময়সীমা ও নৈতিক চাপেই তারা গেজেট প্রকাশ করেছেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদ ফুরালে নতুন নির্বাচনের তফসিল না দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অধ্যাপক তোফায়েল আহমেদের মতে, এ ধরনের ঘটনা দেশের ইতিহাসে বিরল, আর তাই আইনি ব্যাখ্যার অভাবেই তৈরি হচ্ছে দ্বিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *