
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্যরা স্থানীয় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন। এ সময় আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওভোগ এলাকায় তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। ঘটনাস্থলে এখনো নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত রয়েছেন। একইসাথে, আইভীর পুরোনো বাসভবনের সামনে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরাও।
সূত্র জানায়, সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামানের নেতৃত্বে নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জনের একটি দল ‘চুনকা কুটির’ নামের বাসভবনে প্রবেশ করে। অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তায় নামে স্থানীয় জনতা। তারা দুই পাশের রাস্তা বাঁশ, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি দিয়ে বন্ধ করে আইভীর বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করে দেয়। এতে অভিযানকারী পুলিশ দলও ভেতরে আটকে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি হ্যান্ডমাইকে জানান, ডা. আইভীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা তাকে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, “আপনারা যদি অবস্থান করেন, আমরাও করব। কিন্তু আইভীকে নিয়ে যেতেই হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তবে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।