
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি হোস্টেল থেকে পাপিয়া দত্ত (৩৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পাপিয়া সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (২৫ মে) রাতে উপজেলা পরিষদ চত্বরে প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান। তিনি বলেন, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, তবে প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
ওসি আরও জানান, নিহত পাপিয়া দত্ত একজন কন্যা সন্তানের মা। তার স্বামী মিঠুন ধর বর্তমানে খুলনায় বসবাস করছেন।
ঘটনাটি নিয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি আব্দুর রহমান।