ইলন মাস্ককে রাশিয়ায় আশ্রয় দেওয়ার সম্ভাবনার কথা জানাল মস্কো

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের আলোচিত ব্যক্তি ইলন মাস্ককে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে উঠেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ ও হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন এমন মন্তব্য করেছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ব্যাননের দাবি, মাস্ককে এখনই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত।

এই প্রেক্ষাপটে রাশিয়ার স্টেট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির (রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি) প্রথম উপ-চেয়ারম্যান দিমিত্রি নভিকভ জানান, ইলন মাস্ক চাইলে তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন।

এক বিবৃতিতে নভিকভ বলেন, “মাস্ক যদি চান, তাহলে তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।” যখন তাকে জিজ্ঞেস করা হয়, এডওয়ার্ড স্নোডেনের মতো কি রাশিয়া মাস্ককেও আশ্রয় দেবে, তখন তিনি বলেন, “আমি মনে করি, মাস্কের অবস্থা একেবারেই আলাদা। তাঁর হয়তো রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নাও হতে পারে, তবে যদি তিনি করেন, তাহলে রাশিয়া অবশ্যই তাকে নাগরিকত্ব দিতে পারে।”

এ প্রসঙ্গে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা এতে হস্তক্ষেপ করতে চাই না।” তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, এর আগেও রাশিয়া কিছু আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে। এর মধ্যে রয়েছেন মার্কিন গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন এবং ব্রিটিশ ব্লগার গ্রাহাম ফিলিপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *