বিয়ে বাড়ির খাবার নিয়ে কথাকাটির জেরে সংঘর্ষ, আহত ২৫

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে সোমবার (৯ জুন) একটি বিয়ের অনুষ্ঠানে খাবারকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন।

আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) এবং কনের নানা আব্দুল মালেক (৫৫)। আরও ১০ থেকে ১২ জন নারী-পুরুষ সামান্য আহত হয়েছেন, যাদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার গোদাশিমুলিয়ার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান চলাকালে খাবার পরিবেশনের সময় বরপক্ষ অভিযোগ তোলে যে তাদের গরুর মাংস কম দেওয়া হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর বরপক্ষ কনে নিয়ে না গিয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়।

চরপাকেরদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী জানান, খাবার নিয়ে বিরোধে হাতাহাতির ঘটনা ঘটে। কনেপক্ষ কিছু সময়ের জন্য বরপক্ষকে আটকে রেখেছিল, পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

বরের চাচা আব্বাস আলী বলেন, খাবার বিতর্ক নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়, তারপর তা হাতাহাতিতে গড়ায়। কনের পরিবারের লোকজন তাদের কয়েকজনকে মারধর করে বলে দাবি করেন তিনি। সংঘর্ষে ৯টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও কনের বাড়িতে তাদের ৫টি মোটরসাইকেল রয়ে গেছে।

ওসি হাসান আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছেন কয়েকজন, তবে কেউ গুরুতর নন। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *