
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ওরফে সামি সম্প্রতি লন্ডনের চ্যাথাম হাউসে রয়েল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেখানে যে বক্তব্য দেন, তা কেন্দ্র করেই আজ বুধবার (১১ জুন) ফেসবুকে একটি স্ট্যাটাসে সামি প্রশ্ন তোলেন অনুষ্ঠানের আয়োজন এবং উপস্থিত শ্রোতাদের নিয়ে।
ফেসবুক পোস্টে সামি লেখেন, “কী হাইস্যকর একটা অবস্থা, তারাই সহযাত্রী, আবার তারাই শ্রোতা।”
তিনি আরও লিখেছেন, “শেখ হাসিনাও এক সময় এমনটা করতেন। যেসব মানুষকে প্লেনে করে নিয়ে যেতেন কিংবা যে দেশে যেতেন, সেখানে তার গুণগান করত—তাদের নিয়েই সভা করতেন। এরপর বেছে বেছে প্রশ্ন ছোড়া হতো।”