মবের শিকার’ হয়েছেন পুলিশ, বিএনপির ৫ জন আটক

সাব হেডলাইন:
রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার হন এক পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তার ৫ বিএনপি কর্মী

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

রাজধানী বাংলাদেশের মিরপুর এলাকায় এক পুলিশ পরিদর্শক বাজার করতে গিয়ে ‘মবের’ হাতে হেনস্তার শিকার হয়েছেন। ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমানকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিরপুর-৬ কাঁচাবাজার এলাকায় কয়েকজন ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন জানান, সকালে বাজার করতে গেলে মবের দ্বারা আক্রান্ত হন পরিদর্শক মাসুদুর রহমান। এরপর পুলিশ পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পাঁচজনকে আটক করে। যেহেতু ঘটনাস্থল পল্লবী থানার অন্তর্গত, তাই গ্রেপ্তারকৃতদের সেখানে হস্তান্তর করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, মাসুদুর রহমান আগে মিরপুরের বিভিন্ন থানায় এসআই হিসেবে কাজ করতেন। পরে ওসি পদে উন্নীত হয়ে তিনি রাজবাড়ীর দুটি থানায় দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে কর্মরত।

বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বাজার করতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী তাকে ঘিরে ফেলে। এরপর তারা তাকে আঘাত করে মোবাইল ও টাকা নিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি শফিউল আলমের মোবাইল নম্বরে কল করা হলেও তিনি সাড়া দেননি।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “মিরপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, বিএনপির পাঁচজন গ্রেপ্তার”
– কালের কণ্ঠ: “পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে চাঁদা দাবি, বিএনপির কর্মীরা গ্রেপ্তার”
– বাংলাদেশ প্রতিদিন: “বাজার করতে গিয়ে পুলিশের ওপর হামলা”
– সময় নিউজ: “পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা আটক”
– যুগান্তর: “মিরপুরে পুলিশ সদস্যের ওপর হামলা, ৫ জন ধরা”
– Ittefaq: “রাজধানীতে পুলিশের ওপর হামলার অভিযোগে ৫ জন গ্রেফতার”
– ডেইলি স্টার: “Police officer assaulted in Mirpur, five held”
– Barta24: “BCL men assault police officer in Mirpur, 5 arrested”
– দৈনিক আমাদের সময়: “মব অ্যাটাকের শিকার পুলিশ, চাঁদা দাবি করে মোবাইল ছিনতাই”
– দেশ রূপান্তর: “রাজধানীতে পুলিশের ওপর হামলা, বিএনপির কর্মীরা আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *