ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরান ও পাকিস্তান, হুঁশিয়ারি নেতানিয়াহুর

পুরোনো সাক্ষাৎকার ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা; ভাইরাল ভিডিও ঘিরে চরম প্রতিক্রিয়া
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনার নতুন মেঘ। ইরানে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার পাল্টা জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতির মধ্যেই আবার আলোচনায় উঠে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নেতানিয়াহুর এক পুরোনো সাক্ষাৎকার। সেখানে তিনি বলেন, ইসলামি সামরিকীকরণের মাধ্যমে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। এই দুই দেশই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য।

নেতানিয়াহু আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের উচিত অত্যন্ত বিচক্ষণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা। তারা কি ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, নাকি নিজেদের আত্মরক্ষায় ভিন্ন কৌশল বেছে নেবে—এটা এখনই নির্ধারণ করা প্রয়োজন।

সাক্ষাৎকারের ওই ভিডিও ইতিমধ্যেই লাখোবার দেখা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরও ছড়িয়ে পড়তে পারে এবং তার পরিণতি হতে পারে সুদূরপ্রসারী।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– বিবিসি বাংলা: “ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা”
– ডয়চে ভেলে: “নেতানিয়াহুর পুরনো ভিডিও ঘিরে বিতর্ক”
– আলজাজিরা: “Middle East tension rises as Israel targets Iran”
– এনডিটিভি: “Pakistan should rethink its stance, says Netanyahu”
– রয়টার্স: “Viral video fuels tension in Middle East region”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *