
ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে শুরু হয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’, বলছে তেহরান
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ইরান-ইসরায়েল মধ্যকার সংঘাত আরও ভয়াবহ দিকে যাচ্ছে। শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল এক ভয়াবহ হামলা চালায়, যাতে ইরানের সেনাপ্রধান, ২০ জন শীর্ষ সামরিক কমান্ডার এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরই প্রতিক্রিয়ায় ইরান শনিবার মধ্যরাত থেকে চালায় ‘অপারেশন ট্রু প্রমিস-৩’।
এ অভিযানে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করার দাবি জানায় তেহরান। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন স্থানে আঘাত হানে।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে শেষ এক ঘণ্টায়। ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার দাবি করেছেন, এই সময়ের মধ্যে তারা ইসরায়েলের ১০টি বিমান গুলি করে ধ্বংস করেছে।
রোববার (১৫ জুন) রাতে আল জাজিরা ও মেহের নিউজের পৃথক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওই কমান্ডার জানান, তার বাহিনী দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ভূপাতিত করেছে। তবে সেগুলো যুদ্ধবিমান, নাকি নজরদারি বিমান সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে, ইরানে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। শনিবার (১৪ জুন) রাত পৌনে ১২টার দিকে (বাংলাদেশ সময়) ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “এই মুহূর্তে আমরা ইরানে হামলা চালাচ্ছি। ইরানের হাতে এখনও প্রচুর অস্ত্র রয়েছে, যা আমাদের জন্য মারাত্মক হুমকি।”
তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের সারফেস-টু-সারফেস মিসাইল ধ্বংসের অভিযান অব্যাহত রাখবে, কারণ ইরানের পক্ষ থেকে এখনও বড় হামলার আশঙ্কা রয়েছে।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– আল জাজিরা: “Iran downs 10 Israeli aircrafts in one hour, claims commander”
– Mehr News: “Iran launches Operation True Promise-3 amid rising tensions”
– Press TV: “Tehran responds to Israeli aggression with missile strikes”
– Anadolu Agency: “Iranian air defense claims downing 10 Israeli jets”
– The Times of Israel: “IDF says active retaliation underway in Iran as missile threat persists”