
ভিসার অজুহাতে ইরানে প্রবেশ, সন্দেহ দৃষ্টিতে ১৩ ভারতীয়; ইসরাইলি গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ৭৩ জনকে গ্রেফতার করেছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এরা ইসরাইলের হয়ে তথ্য পাচার ও হামলার পরিকল্পনায় জড়িত ছিল।
ইরানের বিভিন্ন সূত্র জানায়, এই গ্রেপ্তারগুলো এমন এক সময়ে এসেছে, যখন সামরিক নেতাদের ওপর হামলাকে অভ্যন্তরীণ ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে—দেশের ভেতরেই চলছে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা।
ইসরাইলি পক্ষও এই ঘটনা স্বীকার করে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সাথে মিলে ইরানের ভেতরে একটি ড্রোন হামলা পরিচালনা করে। এই অভিযানের জন্য ইরানের মধ্যেই তৈরি করা হয়েছিল একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র।
ইরানি মিডিয়ার মতে, গ্রেফতার হওয়া ভারতীয়দের বেশিরভাগই ইরানে বৈধ ভিসায় কাজ করছিল। তবে তদন্তে উঠে এসেছে, এরা সরাসরি হামলা ও গুপ্তচর কার্যক্রমের সাথে যুক্ত ছিল।
বর্তমানে তদন্ত চলছে এবং আরও চমকপ্রদ তথ্য সামনে আসতে পারে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। সূত্র: ডিএনডি
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন:
– আল-জাজিরা: “Iran arrests 73 over alleged Mossad-linked espionage”
– টাইমস অব ইন্ডিয়া: “13 Indians among 73 held in Iran for spying for Israel”
– Tehran Times: “IRGC busts Mossad spy ring inside Iran”
– India Today: “Indians caught spying for Israel in Iran”
– Middle East Eye: “Iran foils Israeli plot, detains dozens”