
গাজীপুরের শ্রীপুরে ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাসে এক কিশোরীকে ডেকে এনে এটিএম বুথে ধর্ষণ চালিয়েছে নিরাপত্তাকর্মী, মামলা করেছে পরিবারের সদস্যরা।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একটি কারখানার পাশের সেই বুথে ডেকে আনা হয় তাকে। অভিযোগ উঠেছে, বুথের নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়া এই ঘটনার সাথে সরাসরি জড়িত।
নির্যাতনের শিকার কিশোরীর বাবা জানান, তার মেয়ে একটি স্থানীয় কারখানায় কাজ করত। প্রতিদিনের মতো বুথে টাকা তুলতে যাওয়া-আসার সময় তার ও লিটন মিয়ার সঙ্গে পরিচয় হয়। কিছুদিন পর লিটন মেয়েটিকে বলেন, আরেকটি কারখানায় ভালো বেতনের চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই প্রস্তাবে বিশ্বাস করে রবিবার সকালে কিশোরীর বাবা তাকে নিয়ে সেই বুথে যান।
বুথে ঢোকার পর নিরাপত্তাকর্মী লিটন কিশোরীকে ভেতরের একটি ছোট কক্ষে বসতে বলেন। এরপর মেয়েটিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলেন। কিশোরীর বাবা ভেবেছিলেন, হয়তো চাকরির ব্যাপারে আলোচনা হবে। কিন্তু কিছুক্ষণ পর লিটন ওই কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন করে পালিয়ে যায়।
পরে মেয়েটি বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত থানায় যোগাযোগ করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, “কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত লিটন পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে, তাই তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এ ধরনের ঘটনা সমাজে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ছাড়া এসব ঘটনা থামানো কঠিন হয়ে দাঁড়াবে।
📰 অন্যান্য পত্রিকায় প্রকাশিত হেডলাইন:
কালের কণ্ঠ: গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরী
বার্তা বাজার: গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরী
স্বদেশ প্রতিদিন: ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরী