
ট্রাম্প বলেন — “ইরানের আকাশে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ; তবে এবার খামেনিকে হত্যা নয়, অন্তত এই মুহূর্তে”
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইথ সোশ্যালের মাধ্যমে দাবি করেছেন, “আমরা এখন ইরানের আকাশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছি।” তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক, তা আমেরিকান প্রযুক্তির সাথে তুলনীয় নয় ।
একই পোস্টে ট্রাম্প আরও লেখেন, “ইরানের আকাশসীমার পর্যবেক্ষণে তারা ভালো ট্র্যাকার ও অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করেছে, কিন্তু এগুলো আমেরিকার তৈরি যন্ত্রের সঙ্গে তুলনা হয় না।”
পরে ট্রাম্প দ্বিতীয় একটি পোস্টে পরিস্কারভাবে জানিয়েছেন, “আমরা আয়াতুল্লাহ আলি খামেনিকে মারব না — অন্তত এই মুহূর্তে না। আমরা জানি তিনি কোথায় লুকিয়ে আছেন। সহজ লক্ষ্যবস্তু হলেও সে নিরাপদে আছে। তবে আমরা বেসামরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র চালতে দেব না; আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।”
এরপরের সময়ে তিনি ইরানের কাছে “UNCONDITIONAL SURRENDER” বা “শর্তহীন আত্মসমর্পণ” দাবি করেছেন ।
এই সব মন্তব্য এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে, আর তেহরান থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ শুরু হয়েছে ।
ট্রাম্প নিজে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে যুক্ত নেই, কিন্তু এ রকম মন্তব্য নির্দেশ করে যে—তারা সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ।
📰 অন্য পত্রিকার হেডলাইন
Trump demands Iran’s ‘unconditional surrender’ and says US won’t kill supreme leader ‘for now’ — The Guardian
Trump reveals US knows where Iran’s supreme leader is ‘hiding’ but won’t take action for now: ‘Easy target’ — New York Post
Trump says the US knows where Iran’s Khamenei is hiding and urges Iran’s unconditional surrender — AP News
Trump demands ‘unconditional surrender’ from Tehran — The Times (UK)
Trump Calls for Unconditional Surrender as He Loses Patience With Iran — Wall Street Journal