
দাউদকান্দির গোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সংগঠনকে সুসংগঠিত করতে নেতৃবৃন্দ একমত, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বাড়ছে
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন, মঙ্গলবার বিকেল ৪টায় গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে আয়োজন করা হয় এই সম্মেলন, যা মিছিলে মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সম্মেলনের সভাপতি ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া। উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক আহাম্মদ হোসেন তালুকদার, মাহবুব আলম মোহন, এম এ সাত্তার, এবং এনামুল হক সফর তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ডলি, শ্রমিক দলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রেনু মুন্সি, যুবদলের যুগ্ন আহবায়ক সেলিম হাজারী, আলমগীর হোসেন এবং সংগঠনিক সম্পাদক প্রার্থী মাসুদ করিম বিপ্লব মিয়াজী।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আওলাদ হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মুক্তিযোদ্ধা প্রজন্মদল, মৎস্যজীবিদল, মহিলা ও ছাত্র দলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “বিগত সরকারের আমলে মামলা, হামলা ও জেলজুলুমের শিকার নেতাকর্মীদের নতুন কমিটিতে মূল্যায়ন করা জরুরি”। তারা এমন আহ্বান জানান সিনিয়র নেতৃবৃন্দের প্রতি।
পাশ্ববর্তী ইউনিয়ন — গৌরীপুর, ইলিয়টগঞ্জ উত্তর, জিংলাতলী, সুন্দলপুর, বিটেশ্বর, পদুয়া ও পাচগাছিয়া — থেকে অঙ্গ সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণ করে। সম্মেলনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক ১জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থী হিসেবে অভিজ্ঞতা ঘোষণা করেন। শীঘ্রই পরিচ্ছন্ন নেতৃত্ব নির্বাচন করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।
📰 অন্য পত্রিকার হেডলাইন
“গোয়ালমারী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত” — দৈনিক সময় ২৪