
লেবার পার্টির প্রভাবশালী মেইর মাসরি বলেন, “ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার পরিকল্পনা চলছে”, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট।
ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি আরবি ও উর্দু ভাষায় এক্স (সাবেক টুইটার)-এ বলেন, “ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।” বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও, তাকে ইসরায়েলের রাজনৈতিক ও কৌশল নির্ধারণে প্রভাবশালী হিসেবে গণ্য করা হয় ।
মাসরি পোস্টে আরও লিখেছেন, “পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।”
তার মন্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে তার বক্তব্যের তীব্র নিন্দা করেন। কেউ বলছেন, “এ ধরনের হুমকি পাকিস্তানিদের মনোবল ও জাতীয় সংহতি আরও দৃঢ় করবে।” অন্যেরা উল্লেখ করছেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও অতীতের সংযত কূটনৈতিক আচরণ ভুলে গেলে চলবে না।
এর প্রেক্ষিতে, আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না।”
তিনি আরও উল্লেখ করেন, “পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।”
ইসহাক দার স্মরণ করিয়ে দেন, “ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, ঠিক সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় আমরা একযোগে প্রস্তুত” ।
সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছিল, “ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে।” তবে এসব গুজব পাকিস্তান সরকার সরাসরি অস্বীকার করেছে ।
📰 অন্য পত্রিকার হেডলাইন
Pakistan Today: “Israeli former minister threatens Pakistan”
Daily Times: “Israeli politician threatens Pakistan’s nukes, faces strong backlash”
DayNews TV: “Ex-Israeli Minister Threatens Pakistan’s Nuclear Program”