
রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি দায়ের করেছে ভোটে কারচুপি ও ভয়-ভীতি প্রসঙ্গে ১৯ জনের বিরুদ্ধে মামলা, শীর্ষ নেতৃত্বসহ আইনশৃঙ্খলা বাহিনী‑ও প্রাসঙ্গিক
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারীদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলা (নম্বর‑১১) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. ইমাউল হক।
মামলায় যা বলা হয়েছে‑
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, এ কে এম নুরুল হুদা, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক।
সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, সাবেক ডিজিএফআই ও এনএসআই প্রধান (নামের উল্লেখ নেই), ঢাকা রেঞ্চের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসি জানান, অভিযোগে বলা হয়েছে যে, অভিযোগের বলয়ে থাকা নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংবিধানগত প্রতিষ্ঠানে থাকার পরও ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেছেন। এছাড়া জনগণের ভোটের পরিমানে বাধা দিয়ে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে, যা মামলায় দণ্ডনীয় অপরাধ হিসেবে আংশিকভাবে তালিকাভুক্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতে ১৯ জনকে আসামি করা হয়েছে, আর অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন অভিযোগ বিশ্লেষণ করে মামলাটি রেকর্ড করা হবে বলে জানিয়েছেন ওসি ইমাউল হক।
অন্য পত্রিকার হেডলাইন:
“বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা সিইসিদের বিরুদ্ধে মামলা” — বাংলা ট্রিবিউন
“Hasina, ex‑CECs, others sued for fake elections” — The Business Standard (ইংরেজিতে)
“প্রহসনের নির্বাচন: তিন সাবেক সিইসি, শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা” — Ekhon TV