“এক হাতে তালি বাজে না—মব তৈরি করে মানুষ হত্যা করল, বিচারও তো হওয়া উচিত”: শাজাহান খান

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের রিমান্ড শুনানিতে যুক্তি, “এক হাতে তালি বাজে না, যাদের মব দিয়ে মানুষের মৃত্যু ঘটিয়েছে, তাদের বিচার হওয়া দরকার,” বলেছেন তিনি।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আনিসুল হক ও সালমান এফ রহমানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

মঙ্গলবার (২৩ জুন) রিমান্ড শুনানিতে শাজাহান খান বলেন,
“এই মামলাগুলো ভূতুড়ে। বারবার কেন আমাদের রিমান্ডে নেওয়া হচ্ছে?”

তিনি মন্তব্য করেন —
“আপনি তো বিএনপির নেতা ছিলেন, এখন কেন আমাদের বিরুদ্ধেই এসব করছেন?” — কথাটা ওমর ফারুক ফারুকীর দিকে ইঙ্গিত করে।

ওমর ফারুক জবাবে উল্লেখ করেন, অভিযুক্তরা সাধারণ নয়, তারা রাজনীতিবিদ হিসাবে গণভবনে নীতিনির্ধারণী বৈঠক করেছেন। মিডিয়ায় তাদের বক্তব্য ছিল — আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না। এই প্রেক্ষাপটেই মামলা তোলা প্রয়োজনীয়। মামলাটি দায়ের করেছে ভুক্তভোগী পরিবার, রাষ্ট্র শুধু শুনানি পরিচালনা করছে।

রিমান্ড মঞ্জুরের পর হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের দিকে হাসিমুখে তাঁকে বলতে শোনা যায়,
“তোমরা কেমন আছ?”
তারপর যোগ করেন,
“এক হাতে তালি বাজে না। মব তৈরি করে মানুষ হত্যা করল, তার বিচারও তো হওয়া উচিত।”

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাজেদুর রহমান ওমর গুলিবিদ্ধ হন এবং ২৪ আগস্ট মারা যান। মামলা দায়ের করা হয়েছে ২০২৫ সালের ৩ জানুয়ারি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে — সরকারি পর্যায়ের পরিকল্পিত নীতিনির্ভর সিদ্ধান্তে এই হামলা সংগঠিত হয়েছে।


📰 অন্য পত্রিকায় প্রকাশিত হেডলাইন

ইত্তেফাক: “ভূতুড়ে মামলায় বারবার রিমান্ডে নেওয়ার অভিযোগ শাজাহান খানের”

জাগোনিউজ২৪: “কাঠগড়ায় শাজাহানকে থামিয়ে দিলেন আনিসুল হক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *