ঘরে বসে অনলাইনে আয় প্রলোভন, চীনের নাগরিকসহ পাঁচজন গ্রেফতার

ঢাকার বসুন্ধরায় মিথ্যা “বসেই আয়” প্রলোভনে ফাঁদ পেতে গিয়ে পাঁচজন প্রতারকের মোবাইল বাজেয়াপ্ত, বাংলাদেশে সাইবার প্রতারণার চক্র উন্মোচিত।


নিউ ঢাকা টাইমস : ডেস্ক রিপোর্ট

২৪ জুন গাজীপুরে অনলাইনে বসে অর্থ উপার্জনের প্রলোভনে বিপুল টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় পুলিশ চীনের নাগরিক মা ফিউবিন ও চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁরা আটক হন।

গ্রেফতারকৃতদের নাম-পরিচয় হল: চীনের নাগরিক মা ফিউবিন, টাঙ্গাইলের মিজানুর রহমান (৩১), আব্দুল সাত্তার (৪২), বগুড়ার মাসুম বিল্লাহ (২৫) এবং দিনাজপুরের আসাদুজ্জামান (৩২)। তারা সবাই বসুন্ধরা এলাকায়ই বসবাস করতেন।

জিএমপি উপ-কমিশনার (মিডিয়া) এসএম শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের তথ্য ও সাইবার ক্রাইম মনিটরিং অভিযান থেকে মঙ্গলবার সকালে এই আটক সম্পন্ন হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে।

পর্যালোচনার সময় গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, মা ফিউবিন চীনে থাকা সহযোগীদের জন্য বাংলাদেশে এজেন্ট হিসেবে কাজ করতেন। তাঁরা অনলাইনে “ঘরে বসে আয়” প্রতিশ্রুতি দিয়ে টেলিগ্রাম আইডি “WayFair Work Solitions01357”–এর মাধ্যমে লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে বিপুল টাকাসহ প্রতারণা করেছেন। সহযোগীরা বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আত্মসাৎ করেন।

বর্তমানে মামলাটি জিএমপি সদর থানায় দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জিএমপি উপ-কমিশনার (ডিবি‑উত্তর) রেজাউর রহমান, (ডিবি‑দক্ষিণ) অশোক কুমার পাল ও সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন।


🗞️ অন্যান্য পত্রিকার হেডলাইন

প্রথম আলো: “অ্যামাজনের নামে চীনে বসে বাংলাদেশে প্রতারণা”—চীনার হাত, চারজন গ্রেফতার

বাংলানিউজ২৪: “অনলাইনে চাকরির নামে প্রতারণার ফাঁদ, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩”

জাগোনিউজ২৪: “চাকরির প্রলোভনে প্রতারণা, চাইনিজ নাগরিকসহ গ্রেফতার তিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *