তারেক রহমান বলেন মব জাস্টিস মানবতার শত্রু

সাব-হেডলাইন: বাংলাদেশের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, “মব জাস্টিস” গণতন্ত্র ও মানবতার বিদ্বংসী — আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে কড়া বার্তা।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুষ্ঠু চর্চার পথ এখনও শুরু হয়নি। এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, মবের উন্মাদনা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। আর যেন একমাত্রিক রাষ্ট্র পুনঃপ্রবর্তিত না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল রেখে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

নির্যাতিতদের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে তারেক বলেন, “এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর ২৬ জুন এই দিবসটি পালিত হয়। এটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর জন্য। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও সহিংসতা ও সংঘাত বন্ধ হয়নি।”

তিনি আরও বলেন, “রক্তোন্মাদনা যেন ভয়ংকর হানাহানি ও রক্তারক্তি অব্যাহত রেখেছে। তাই বিশ্বের অসংখ্য মানুষ নিহত, আহত কিংবা পঙ্গু হয়ে পড়ছে। স্বৈরাচারী শাসকরা বিরোধীদের ওপর ভয়ানক দমন-পীড়ন চালাচ্ছে, মানুষের জীবন ও সম্পদ মারাত্মক হুমকির মুখে।”

তারেক বলেন, “এইসব দেশে বিরোধীদলীয় নেতা-সমর্থকদের গুম, খুন ও মিথ্যা মামলায় বন্দি করে রাখা হচ্ছে। বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রকে বন্দি রেখে ভয়াবহ আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শাসন চলছে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। মতপ্রকাশ ও সংবাদ স্বাধীনতা হরণ করা হয়েছে; কালাকানুনে সংবাদমাধ্যম শৃঙ্খলে রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় নির্মমভাবে সাজা দিয়ে কারাব্যবস্থাধীন রাখা হয়েছে, এমনকি সুচিকিৎসা থেকেও বাধা দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “ভারতীয় সরকারের মতো অগণতান্ত্রিক ওই আচরণের প্রতিবাদ করলেই পেটোয়া বাহিনী থাকে; বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। গোটা দেশ ভয়ের নীরবতায় আবদ্ধ হয়ে পড়েছে।”

তারেক বলেন, “গণতন্ত্রে মানুষের সার্বিক অধিকার নিশ্চিত হয়। আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চলমান প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এতেই ‘মব জাস্টিস’ গণতন্ত্রের বিপদ।”

তিনি যোগ করেন, “মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন—এসব মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে সচল রাখা জরুরি। নৃশংস নির্যাতন ও স্বৈরাচারী শক্তিকে দমন করতে গণতান্ত্রিক ঐক্য অপরিহার্য।”

তারেক শেষ করেন, “আমি আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব নির্যাতিত মানুষকে সমবেদনা জানাই। নির্যাতিতদের ন্যায়বিচার প্রাপ্তির বাধা দূর করতে হবে। মানবিক বোদ্ধায় উদ্বুদ্ধ সবাই ঐক্যবদ্ধ হলে স্বৈরশাসন পরাজিত করা সম্ভব।”


🔍 অন্যান্য পত্রিকা/ওয়েবসাইটে প্রকাশিত প্রকৃত শিরোনাম

“মব জাস্টিস মানবতার শত্রু : তারেক রহমান” — বাংলাদেশ প্রতিদিন

“‘মব জাস্টিস’ মানবতার শত্রু: তারেক রহমান” — চ্যানেল আই অনলাইন

“‘মব জাস্টিস’ মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে : তারেক রহমান” — কালের কণ্ঠ

“‘মব জাস্টিস’ এক হিংস্র উন্মাদনা, মানবতার শত্রু: তারেক রহমান” — দ্য রিপোর্ট

“তারেক রহমান: ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে” — ঢাকাট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *