
মুরাদনগর ধর্ষণ মামলায় বিএনপিকে ফাঁসাতে চেয়েছিলেন আসিফ মাহমুদ, কিন্তু উল্টো নিজেই বিতর্কে জড়িয়ে পড়েছেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
আম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, আসিফ মাহমুদ ষড়যন্ত্র করে মুরাদনগর ধর্ষণ মামলায় বিএনপিকে ফাঁসাতে চেয়েছিলেন। তিনি বলেন, এটি আসিফের নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগের সহযোগিতায় তিনি ব্যাপকভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলেন।
তারেক রহমান আরও বলেন, “যারা গ্রেপ্তার হয়েছে, তাদের পরিচয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের। ভিডিও ধারণকারীও আওয়ামী লীগের সদস্য। তাহলে আওয়ামী লীগের হয়েও ভিডিওটি করে বিএনপির নামে ছড়াল কে? এটাই প্রশ্ন।”
তিনি বলেন, “আল্লাহর কী খেলা দেখেন, আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, উল্টো ঘটনা ঘটে গেল। আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগাজিনসহ ধরা খেল বিমানবন্দরে।”
রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “মানুষকে ফাঁসাতে চাইলে, নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল। আবার ক্ষমা চাইলো তো ভালো কথা। নিউজ হইলো সেই নিউজগুলো পাঁচ মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল।”
তিনি আরও বলেন, “ম্যাগাজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে। সেই নিউজও হইতে পারে। এই নিউজটা যে ডিলিট করালো, এইটা কতটুকু ফ্যাসিবাদী আচরণ? যে ভিডিওটা ফাঁস হয়েছে, সায়ের ভাই ফাঁস করলে এই ভিডিওটা, এটা কিন্তু গুজব হিসেবে চালিয়ে দিত। কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ, আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি? হয়ত ঘটনা মিথ্যা এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা বলাবলি শুরু করছে যে এটা গুজব, এটা মিথ্যা।”
তিনি বলেন, “রাজনীতি অনেক বড় একটা বিষয়। রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ, খারাপ মানুষ সব মিলায়ে মানুষ। সেই মানুষগুলো অন্যায় করবে, তারা ধরা খাবে, বহিষ্কার হবে। কিন্তু ডিসইনফরমেশন যেটা যে, কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো, এটা একটা ভয়ঙ্কর ক্রাইম। মুরাদনগরে ফাঁসাতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফেঁসে গেল। এই হলো অবস্থা।”
অন্য পত্রিকার হেডলাইন:
বিএনপিকে ফাঁসাতে গিয়ে আসিফ মাহমুদ ফেঁসে গেছেন : তারেক রহমান
বিএনপিকে ফাঁসাতে গিয়ে আসিফ মাহমুদ ফেঁসে গেছেন : তারেক রহমান