
সেনাবাহিনী জানিয়েছে, কেএনএফ সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে; কিশোর গ্যাং নিয়ন্ত্রণে গ্রেপ্তার ৫৬ জন; গুমের অভিযোগে তদন্ত চলমান; নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে অবাধ নির্বাচনে সহায়তা করবে সেনাবাহিনী।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
গত বছরের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ৮০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, আজ ভোরে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই সদস্য নিহত হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। তিনি আরও জানান, মবের বিরুদ্ধে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
সেনা সদর থেকে জানানো হয়, বিগত মাসের তুলনায় মবের কার্যক্রম কমেছে। দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে মবের মাধ্যমে হেনস্তাকারী ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে; তবে তাদের জামিনে মুক্তির বিষয়ে সেনাবাহিনীর কিছু করার নেই।
গুমের অভিযোগ প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম জানান, যেসব সেনা সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলো সহযোগিতা চাইলে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
কেএনএফের পোশাক সংক্রান্ত বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানানো হয়। তবে সেনাবাহিনীর চলমান অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের অভিযোগ সম্পর্কে সেনাবাহিনীর কোনো তথ্য নেই; তবে সেনাবাহিনী রোহিঙ্গাদের প্রশিক্ষণের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।
নির্বাচন প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করবে।
অন্য পত্রিকার হেডলাইন:
জুলাইয়ে লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার হয়েছে: সেনাবাহিনী – অর্থসূচক
জুলাইয়ে লুট অস্ত্র ও অ্যামুনেশনের ৮০ শতাংশ উদ্ধার হয়েছে: সেনা সদর – ইনডিপেনডেন্ট টেলিভিশন
গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর – আজকের পত্রিকা