
মির্জা আব্বাস বলেন, বিএনপি সরকারকে ক্ষমতায় থাকার জন্য নানা ফন্দিফিকির করতে দেবে না, আবারও আন্দোলনে নামবে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, সরকার নির্বাচন থেকে পলায়ন করার ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। তারা নানা কৌশল ব্যবহার করে নিজেদের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপি এ ধরনের ষড়যন্ত্র মেনে নিবে না। আবারও আন্দোলনে নামবে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট শহরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে মির্জা আব্বাস এই বক্তব্য দেন। এ আয়োজনে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ‘স্লো পয়জনিংয়ের’ মাধ্যমে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে। বিদেশে নেওয়ার প্রয়োজন হলেও সরকার ইচ্ছাকৃতভাবে সেটি আটকে দিয়েছে। এটি শুধুমাত্র খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণের গভীর ষড়যন্ত্র ছিল।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করে আসছি। অবশেষে জনগণের শুভ সময়ে সরকারের পতন ঘটেছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন, তবুও তার দোসররা দেশে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলায় তারা সক্রিয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার নির্বাচন এড়াতে চায় বলে দাবি করে মির্জা আব্বাস বলেন, তারা একদিকে বলছে এখনই নির্বাচন হবে না, আবার অন্যদিকে বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু তাদের নিজেদের জানা নেই পিআর পদ্ধতি কী। যদিও বিশ্বের প্রায় ৮০টি দেশে এই পদ্ধতি রয়েছে, তবে প্রতিটি দেশের প্রক্রিয়া আলাদা। বাংলাদেশে পূর্বপুরুষদের প্রচলিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন হলে কোনো সমস্যা হবে না।