
ছাত্র হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করে ব্যারিস্টার তানিয়া বলেছেন, প্রকৃত খুনিরা রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে, আর নিরীহ সাংবাদিক-আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, জুলাইয়ের ঘটনায় অনেক ছাত্র নিহত হয়েছেন, কিন্তু প্রকৃত অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে সাংবাদিক, আইনজীবী এবং বুদ্ধিজীবীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা দেওয়া হচ্ছে।
সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় জামিনে আছেন।
তিনি বলেন, কোনো তদন্ত ছাড়াই ধরে নেওয়া হচ্ছে যে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। অথচ যারা প্রকৃত অপরাধী, তারা দায়মুক্তি পাচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক ও আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা নিয়ে আমরা সরকারকে হাইকোর্ট থেকে শোকজ করেছি—কেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে এখনও সরকার এর কোনো জবাব দেয়নি।
তিনি প্রশ্ন তোলেন, “আমাদের বিরুদ্ধে মামলা হবে কেন? আমরা কি ছাত্রদের হত্যা করেছি?”
ব্যারিস্টার তানিয়া আরও বলেন, এসব মামলার এজাহারে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। এতে জনগণ প্রতারিত হচ্ছে এবং বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে।