ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শাহ জালাল, অভিযোগ উঠল ষড়যন্ত্রের

নরসিংদীতে পূর্ববিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দিনমজুর শাহ জালালকে—এমন অভিযোগ তুলেছে পরিবার। সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে তারা।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন নরসিংদীর যুবক শাহ জালাল। কিন্তু এখন তিনি রয়েছেন ছাত্র হত্যা মামলায় কারাগারে। পরিবারের দাবি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে স্থানীয় দ্বন্দ্বের জেরে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহ জালালের পরিবারের সদস্যরা এই অভিযোগ তুলেছেন।

ভুক্তভোগীর বড় ভাই আমির হোসেন জানান, গত বছরের ৫ আগস্টের পর পাঁচদোনা এলাকায় বিএনপির মোসাদ্দেক গ্রুপ ও লাল মিয়া গ্রুপের মধ্যে বাস কাউন্টার দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই বিরোধকে কেন্দ্র করে মাধবদী থানায় একাধিক মামলা দায়ের করা হয়।

তিনি অভিযোগ করেন, দিনমজুর শাহ জালালকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত ছাত্র হত্যা মামলার আসামি করা হয় এবং তাকে জেলে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এই মামলার পেছনে শুধু লাল মিয়া গ্রুপ নয়, পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও জড়িত রয়েছেন। ভুক্তভোগীর পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানায়।

এই সময় উপস্থিত ছিলেন শাহ জালালের বাবা শুক্কুর আলী, পরিবারের অন্যান্য সদস্য ও সেই বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোগী জুলাইযোদ্ধারা।

এ বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার ওসি নজরুল ইসলাম মোবাইলে বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কাগজপত্র না দেখে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *