জামায়াত ইসলামী মা-বোনদের ইজ্জত লুট করেছে — অভিযোগ বিএনপি নেতা সেলিম ভূঁইয়ার

বাংলাদেশের কুমিল্লায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা সেলিম ভূঁইয়া বলেন, স্বাধীনতা যুদ্ধে জামায়াত পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে মা-বোনদের সম্ভ্রম লুট করেছে, এখন আবার ষড়যন্ত্রে লিপ্ত।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের সারাদেশে চলমান বিচারবহির্ভূত মব জাস্টিস, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার হোমনা উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন,
“স্বাধীনতার যুদ্ধে জামায়াত ইসলামী পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে আমাদের মা-বোনদের ইজ্জত লুট করেছিল। আজ তারা আবারও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি যারা ভাঙে, তাদের সাহস কোথা থেকে আসে?”

তিনি আরও বলেন,
“আজ যদি তারেক রহমান সাহেব থামিয়ে না রাখতেন, তাহলে বিএনপির একটি সংগঠনই এদের জন্য যথেষ্ট হতো।”

জামায়াতের যুদ্ধাপরাধের প্রসঙ্গে তিনি বলেন,
“হাইকোর্টের রায়ে জামায়াত যুদ্ধাপরাধী দল হিসেবে স্বীকৃত। এরপরও তাদের মাফ করে থাকার সুযোগ দেওয়া হয়েছে।”

তিনি বিএনপিকে একটি “সার্বভৌমত্ব রক্ষাকারী দল” হিসেবে আখ্যা দিয়ে বলেন,
“এই দলের নেতার বিরুদ্ধে কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দিলে, তাদের বাংলাদেশ থেকেই বিচ্ছিন্ন করা হবে।”

এনসিপি সম্পর্কে তিনি বলেন,
“এনসিপি কোনো রাজনৈতিক দল নয়। তারা ছয়-সাত মাসের দুধের শিশুর মতো। এদের রাজনীতির কিছুই বোঝে না। বিএনপিই এদের সহায়তা করেছে— অর্থ দিয়ে, থাকার জায়গা দিয়ে, আন্দোলনের সমর্থন দিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *