
বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে এনসিপির একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরাই গভীর রাতে এই হামলা চালিয়েছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনায় এনসিপির নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীরা সরাসরি দায়ী করছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, “রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে তোরণে আগুন দেয়। আমাদের একটি তোরণ পুরোপুরি পুড়ে যায়। নাইটগার্ড এসে বাধা দিলে তারা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের নেতারা ঘটনাস্থলে যান এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।”
তিনি আরও জানান, “আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সকালে আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হই। কারা এটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নই। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এই ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জেরে এমন সহিংসতা নতুন কিছু নয়।