
রাজধানী ঢাকার মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় তিনজনকে সন্দেহভাজন হিসেবে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টিকে নাশকতা হিসেবে দেখছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিল চলাকালে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।
আটক হওয়া তিন ব্যক্তি হলেন—মো. জাকির (৩৪), মো. ইমরান হোসেন (২৮) এবং মো. ইউসুব খান (৪০)। পরে তাদেরকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ধারণা করছে, এটি পূর্বপরিকল্পিত অগ্নিসংযোগ, আর আটক তিনজন এই ঘটনায় জড়িত থাকতে পারেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত তা চিহ্নিত করতে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাস পুড়ে যায়। ফায়ার সার্ভিস এবং পুলিশ দুই সংস্থাই ঘটনাটিকে নাশকতা হিসেবে বিবেচনা করছে।