আমারে তো বলবেন আমার বাচ্চাটা আছে বা নাই—উত্তরার দুর্ঘটনায় নিখোঁজ আফিয়ার মায়ের কান্না

বাংলাদেশের রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের পর নিখোঁজ শিশু আফিয়ার খোঁজে উদভ্রান্ত এক মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থল ও হাসপাতালের পরিবেশ।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

“আমার মেয়ে, আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া। ওরে পাই না। কোথাও পাই না।”

গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে এই কথাগুলো বলছিলেন এক অসহায় মা।

বাংলাদেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে একাধিক শিশু। অনেক শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে যায় শ্রেণিকক্ষ।

সেই সময় যেসব শিশু ক্লাসে উপস্থিত ছিল, তাদের অনেকেই ঘটনাস্থলেই দগ্ধ হয়। আবার অনেক শিশুকে ঘটনার পর দীর্ঘক্ষণ কোথাও খুঁজে পাওয়া যায়নি।

এক অভিভাবক কেঁদে কেঁদে বলেন, “ও কোচিং করে। একটার সময় আমার বাসায় ফোন আসে—ব্লাস্ট হইছে। আমি দৌঁড়ে আসছি। ওই রুমটাই ছিল একদম বিধ্বস্ত। আমরা হসপিটাল হসপিটাল খুঁজি, কোথাও পাই না আমার বাচ্চাটাকে।”

তার কান্নারত কণ্ঠ থামেই না, কেবলই আহাজারি করে বলেন, “কোথাও পাই নাই, কেউ একটু ঠিকানা বলতে পারে না। আমারে তো বলবেন যে আমার বাচ্চাটা আছে বা নাই। আমারে তো কেউ বলে না। আমি তো পাই না।”

এই হৃদয়বিদারক দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের মানুষের হৃদয়ে গভীর শোকের প্রতিচ্ছবি হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *