
২৫ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের হাতে নিহত হন মামুন সম্রাট। তার বিরুদ্ধে ২৩টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:
বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে মোঃ আল-মামুন ওরফে মামুন সম্রাট (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”
নিহত মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
পুলিশের তথ্য মতে, মামুনের বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, মামুন শুক্রবার রাতে আরও তিনজন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামলে তিনি পানি কিনতে নিচে নামেন।
ঠিক তখনই ওঁত পেতে থাকা ৩–৪ জন দুর্বৃত্ত আচমকা তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মামুন গৌরীপুর এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করতেন। এ ধরনের অপরাধ সংশ্লিষ্টতার জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, “কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।