অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও সবচেয়ে দুর্বল— মন্তব্য নুরুল হক নূরের

ঢাকায় অনুষ্ঠিত এক সংলাপে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত না নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে থাকে সবসময়।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারকে “মেরুদণ্ডহীন ও সবচেয়ে দুর্বল” আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে, বর্তমান সরকার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না; বরং সব কিছুতেই বিএনপির প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।

শনিবার (২৬ জুলাই) ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ সম্পর্কে নাগরিক ভাবনা” শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

নুর বলেন, ‘‘স্বাধীনতার পর কোনো সরকার এত বিস্তৃত সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। বড় বড় রাজনৈতিক শক্তিগুলো এই সরকারকে সহযোগিতা করছে। সিভিল সোসাইটিসহ আরও কিছু দলও সমর্থন দিচ্ছে। তবুও সরকার নিজস্ব কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না।’’

তিনি আরও বলেন, ‘‘বিএনপির বিরোধিতার মুখে সরকার সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব থেকে পিছিয়ে গেছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেসব দাবির ব্যাপারে স্পষ্টতা থাকা উচিত, সেখানেও বিএনপির মতামতের প্রতিই গুরুত্ব দেওয়া হচ্ছে।’’

সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও সমালোচনা করেন নূর। তিনি বলেন, ‘‘নিজেদের সুবিধার জন্য তারা সরকারকে প্রভাবিত করছে। এরশাদ সরকারের আমলে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা সিভিল সোসাইটির বিরোধিতার কারণে বাস্তবায়ন হয়নি। অথচ বর্তমান সরকারের সময়ে ১৮ জন বিচারক নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।’’

সরকারের উদ্দেশ্যে নুর বলেন, ‘‘জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারকে দায়িত্ব পালন করতে হবে। মেরুদণ্ড সোজা করে দায়িত্ব নিতে হবে।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন-এর ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *