৩১ আগস্টে শেষ হচ্ছে ফেসবুক রিলস বিজ্ঞাপন ও পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম

মেটা ঘোষণা দিয়েছে, ফেসবুক রিলসের বিজ্ঞাপন, ইন-স্ট্রিম বিজ্ঞাপন ও পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম ৩১ আগস্ট ২০২৫ থেকে বন্ধ হবে। বাংলাদেশসহ নির্বাচিত দেশে নতুন নীতিমালা কার্যকর হবে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিলস বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম আগামী ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে। এই সময়ের পর কোনো ক্রিয়েটর এই মনিটাইজেশন প্রোগ্রাম থেকে আয় করতে পারবেন না। যোগ্য ক্রিয়েটরদের ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে।

ইউরোপীয় ইউনিয়ন (EU), ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (EEA) এবং সুইজারল্যান্ডে বসবাসকারীদের জন্য জানানো হয়েছে—যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘অ্যাকাউন্টস সেন্টারে’ যুক্ত থাকে এবং কম ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন অভিজ্ঞতা বা বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন সক্রিয় থাকে, তাহলে বিজ্ঞাপন প্রচার ও মনিটাইজেশন ক্ষমতা সীমিত হবে। এই সীমাবদ্ধতা সম্পর্কে মেটা বিস্তারিত তথ্য প্রদান করেছে।

ফেসবুক রিলস বিজ্ঞাপন কী:
ফেসবুক রিলস বিজ্ঞাপন হলো ক্রিয়েটরের প্রকাশিত রিলসের ওপর সরাসরি প্রদর্শিত বিজ্ঞাপন, যা অনুসারীরা বাধাহীনভাবে দেখতে পারবেন। তবে, যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্ট ‘অ্যাকাউন্টস সেন্টারে’ থাকে এবং বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন থাকে, তাহলে মনিটাইজেশন ও বিজ্ঞাপন চালানোর সুযোগ সীমিত থাকবে।

যোগ্যতার শর্তাবলী:
ফেসবুক রিলস বিজ্ঞাপনের জন্য বর্তমানে নতুন অনবোর্ডিং বন্ধ। প্রোগ্রামে অংশ নিতে হলে—
১) প্রোগ্রামে আমন্ত্রণ পেতে হবে। বর্তমানে ক্রিয়েটররা সরাসরি আবেদন করতে পারবেন না। নির্বাচন প্রোডাক্ট টেস্টিংয়ের ওপর নির্ভরশীল এবং সব শর্ত পূরণ করলেও আমন্ত্রণ নিশ্চিত নয়।
২) একটি পেজ, নতুন পেজ বা প্রফেশনাল মোড সক্রিয় প্রোফাইল থাকতে হবে।
৩) ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ও কনটেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।
৪) ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
৫) বসবাস করতে হবে নির্ধারিত দেশ বা অঞ্চলের মধ্যে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

দেশের তালিকা:
আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কলোম্বিয়া, কঙ্গো গণপ্রজাতন্ত্রী, ডেনমার্ক, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ফ্রান্স, জার্মানি, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, আয়ারল্যান্ড, ইস্রায়েল, ইতালি, জাপান, জর্ডান, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মরোক্কো, নিউজিল্যান্ড, নরওয়ে, পেরু, পোল্যান্ড, পুয়ের্তো রিকো, রোমানিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, ফিলিপাইন, তুরস্ক, উগান্ডা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বর্তমানে ফেসবুক রিলস বিজ্ঞাপন পরীক্ষামূলক ধাপে রয়েছে। মেটা যে কোনো সময় একতরফা সিদ্ধান্তে রিলস বিজ্ঞাপনের অ্যাক্সেস সীমিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *