গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই পক্ষের মারামারি ভাঙচুরে আহত কয়েকজন

রোববার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর শহরে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর এবং আহতের ঘটনা ঘটে।

নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মীরা দলীয় সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। এই কর্মসূচি রোববার (৩১ আগস্ট) দুপুরে শহরে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের সময় জেলা নেতা সাদিক, উপজেলা নেতা ছামছুল হাসান ও ছালাম মিয়ার সমর্থকরা লাঠি হাতে বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালায়। এর ফলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে আহত হন সাংবাদিক শাকিল মিয়াসহ উভয়পক্ষের একাধিক ব্যক্তি।

সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় এবং কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর হয়। একই সময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান এবং সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া কিছু সময়ের জন্য অবরুদ্ধ হন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসন করে পকেট কমিটি গঠন করার চেষ্টা চলছে। এর প্রতিবাদে তারা ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে মিছিল ও সমাবেশ করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে। এখনো শহরে উত্তেজনা কিছুটা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *