
কুমিল্লার দাউদকান্দির রতনপুর গ্রামে কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগে এসিল্যান্ড রেদোয়ান ইসলামের নির্দেশে ২৬ সেপ্টেম্বর প্রশাসন ড্রেজার কার্যক্রম বন্ধ করে স্থানীয় কৃষকদের স্বস্তি ফেরাল।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রতনপুর গ্রামে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় প্রশাসনের হস্তক্ষেপে একটি ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র টপসয়েল কেটে ড্রেজারের মাধ্যমে মাটি বিক্রি করে আসছিল। এতে একের পর এক উর্বর জমি নষ্ট হয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়ছিলেন।
ঘটনাটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেখানেই ড্রেজারটির কার্যক্রম বন্ধ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় শফিক মিয়া ও আল হাকিম নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের নেতৃত্বে শ্রমিকরা পানির ওপর ভাসমান কাঠের প্লাটফর্মে স্থাপন করা মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করছিলেন। ঘটনাস্থলে গিয়ে পাইপ ও ইঞ্জিন খুলে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।
প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলেন, জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে কৃষকদের বড় ক্ষতি থেকে বাঁচানো সম্ভব হবে।