
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ার পর, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার বিকেলে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চ্যাথাম হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশে জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শেষে দলটির নিষেধাজ্ঞা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে গত ১৭ বছরে সবচেয়ে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন।” এই নির্বাচনকে ঘিরে তাঁর সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার ও চ্যালেঞ্জ হলো একটি সুষ্ঠু ভোট আয়োজন করা। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অভিমত বিবেচনায় নিয়েই তারা ‘জুলাই সনদ’ চূড়ান্ত করার পথে এগোচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কিছু ভুয়া খবর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা সাইবার স্পেসে অস্থিরতা সৃষ্টি করেছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
উল্লেখ্য, চার দিনের এক সরকারি সফরে গত সোমবার লন্ডনে পৌঁছান অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ইউরোপ সফর। তিনি বাংলাদেশে ফিরে আসবেন আগামী ১৪ জুন।