
রাজধানীর মিরপুরের একটি বাড়িতে হামলা চালিয়ে বাসিন্দাদের জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্তরা এক বাসায় ঢুকে বাসিন্দাদের জিম্মি করে এবং “আওয়ামী লীগ ফ্যাসিস্ট” বলে উল্লেখ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে ৫ লাখ টাকা আদায় করে নেয়।
গ্রেফতার চারজন হলেন— আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) এবং মো. ইসমাইল হোসেন (২৪)।
সোমবার (৭ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, ৬ জুলাই রাত ১০টার দিকে আনুমানিক ৮-১০ জন দুর্বৃত্ত মিরপুরের প্রতীক ভিলা নামক একটি বাড়িতে হামলা চালায়। তারা বাসার বাসিন্দাদের জিম্মি করে এবং নিজেদেরকে আওয়ামী লীগবিরোধী ফ্যাসিস্ট হিসেবে দাবি করে ২০ লাখ টাকা চাঁদা চায়। এরপর তারা বাসিন্দাদের কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করে।
পরে রাত ৩টার দিকে পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তখন চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা এবং ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় গ্রেফতার চারজন এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।