আওয়ামী লীগের দালাল বলে অতর্কিত হামলা চালালে তিনি মবের শিকার হয়েছেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপির সাবেক এক নেতাকে মারধর ও বস্ত্রহীন করে হেনস্তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিত করে বস্ত্রহীন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মদনপুর এলাকার হরিপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আতাউর রহমান মুকুল বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা। ২২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আতাউর রহমান মুকুলের শরীর থেকে পায়জামা ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং তিনি কেবল অন্তর্বাসে ছিলেন। ভিডিওতে অনেককে তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালাগাল করতে দেখা গেছে।

জানা গেছে, বন্দর উপজেলার ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের পক্ষে হরিপুর বিদ্যুৎকেন্দ্রের একটি ঠিকাদারী প্রকল্প চালু করতে যান মুকুল। সেসময় স্থানীয় জনতা তার ওপর হামলা চালায় এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে। উত্তেজিত জনতা তাকে ঘিরে গালাগাল করে এবং আওয়ামী লীগের দালাল বলে সম্বোধন করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

আতাউর রহমান মুকুল দাবি করেন, তিনি হরিপুর বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি টেন্ডারের স্বাক্ষর করতে গিয়েছিলেন। সেখানে গেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমানের অনুসারীরা অতর্কিতে তার ওপর হামলা চালায়, লাঞ্ছিত করে এবং তার পোশাক খুলে ফেলে। তিনি বলেন, “আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে, বজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি তখন ঢাকায় ছিলাম। পরে শুনি স্থানীয়রা তাকে হেনস্তা করেছে।”

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “একটি ঠিকাদারি কাজের বিষয়ে মুকুল হরিপুর এলাকায় গেলে কিছু স্থানীয় ব্যক্তি তাকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করে। এসময় তাকে আওয়ামী লীগের দালাল বলেও গালি দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।”

অন্য পত্রিকার হেডলাইনগুলো:

  1. কালের কণ্ঠ: নারায়ণগঞ্জে সাবেক চেয়ারম্যানকে মারধর, বস্ত্রহীন করে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল

[যুগান্তর] আওয়ামী লীগের দালাল বলে সাবেক চেয়ারম্যানকে মারধর ও লাঞ্ছনা, ভিডিও ভাইরাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *